তোমাকে বিষণ্ণতা দেব বলেই কি এতদূর
যতদূর গড়ালে আর ফিরে এসে হাত ধরে
যায় না বলা, কি কেমন আছ, কেমন চলেছে
বিষাদের দ্বেষ কিংবা আরও কিছু অমনিবাসে
মন এবং মনন মানিয়েই, আরও কিছু ঘনিষ্ঠ
সন্ধ্যায় এখনও কি দেওয়া যায় প্রতিশ্রুতি, কথা ?  


বয়স বেড়ে গেলে কমে যায় স্বপ্ন
গাড় স্বপনের বান আসে না জোয়ারে
মনে হয় সমস্ত অন্ধকার ভিড় করে
ষড়যন্ত্রে এনেছে মনে, প্রেম বড় অভিমানী
নোটিশের ধার সে ধরে-নি, টিপ্পনী আলোড়নে
উবে গেছে কোথাও, সমস্ত অনাদর ভরে ।


আমাদের বিছানার আকাশ তাই শূন্যতার পর্দায় ভাগ
গোছানো আবেগে কেউ শূন্যে আর বারাই না হাত
সেই হাত যেটুকু ছোঁয়ার জন্য কনক বিভ্রান্তি নিয়েও
আমাদের রাত ছিল অতি উত্তেজনার প্রিয়তম
ভোর না হওয়ার তীব্র আন্দোলনে অসংখ্য স্বপ্নের ঘোর


দুটো নিথর মমি মন নিয়ে পড়ে আছে সারারাত
পৃথিবীর সব ঘুম চরাচরে দিনযাপনের অভিযান
হাত বাড়ালেই হাত বেয়ে উঠতে পারে কিছু স্বপ্ন
তবু, বিষণ্ণতার বিষে সকলি নিয়ত সকলি নিষ্প্রাণ।