আমার ঘুমেতে নেমেছে আততায়ীর অস্ত্র  
সারা রাত পায়চারি রাজনীতির হানা
ভিজে যাচ্ছে তরুণ লাশের বুক চেনা  
মুখের, অসংখ্য আলেখ্য এক ষড়যন্ত্র


ঘুমেতে কাতর কাঁচ, যেন কিছুতেই চিনে নিতে পারিনা এদের
কারাছিল, এতদিন বুক ঘেঁসে, মুখ ঢেকে, অহল্যার ত্রাসের
কিভাবে ছড়াল এত নিয়ম মেনে, অমানবিক মানুষ হবার ঘোর
এত ঘুম, এত অন্ধকার,  এত ভয়ের জোড়


চারদিকে থই থই এই বাংলার শীতল ঘুম
ক্লান্ত আমিও মৃতদের দলে, এই ভেলায়
ততদিনের অভিশাপে ভেসে চলেছি লখিন্দর
নেই জীয়ন নেই বেহুলা শুভ মানুষের মাত্র লেশ,


ঘুমেতে ধর্মের ফতোয়া তরুণের কুরবানি
ঝপ ঝপ নামে কোপ, হিন্দু আর অমুসলমানি ...!