বস্তাপচা গলিত ভালোত্বের অংশীদারি আর প্রজাতন্ত্রের ভাগিদারী  চাই না,
একটা অতীত ঘেঁটে চলা অস্তিত্বের থেকে বেরিয়ে আসা
অনতিক্রম সম্ভার, ফেলে আসা দিনের মাস্তুল মাপা স্বপ্ন
পুড়িয়ে দিয়ে, আমার চাই , আমার মত করেই আলো- অন্ধকার রাজত্ব।  


দেখে আসা এই নোঙর-হীন গণ্ডীর সীমানায় মেপে মেপে
এ কেমন একজীবন কেটে যায় অনায়াসে !
এ কেমন এক পা এক পা দোক্কা চালে, গুনে গুনে সংসার
যেন অনন্ত কালের কোন চুক্তি পত্রে স্বাক্ষর করে এসেছি


এসেছি এক অধিবাস "লক্ষণ বা ভরতের মত অনাড়ম্বর
যেন এই বার্তা দিতে, আমার ভালোত্বের মাসুলেই আছে
তোমার রাজত্বের সমস্ত গোপনীয় হিসেব নিকেশ মহাজনী
তোমার এক জীবনে হাজার জীবনীর লিপিবদ্ধ অহংকার।


ইতিহাস তো বলে না, জানা কি যেত, হিম করা বুকের রক্তে কোন
আগুন ছিল না ? আমার যুবক বয়সের এই পৃথিবীর বারুদের
এই ভীষ্ম হয়ে বেঁচে থাকা, এক বিরামহীন অনবরত পার্থিব ক্লীব।
সমস্ত রাজত্ব নিয়েও, যেন এক প্রহরীর মত কেটে যাছে প্রহর।


আমি চাই, আমার ষোড়শী ছুটুক ইতিহাসের লাটটায়, দেখে নিক
মানবিক সম্পদের ঢের বেশি দাম আগেই দিয়েছে  আমার পূর্বপুরুষ,
ভীরু কিছু অনাবশ্যক জীবনে আগেই
মরেছে ঢের বেশি বার, যত বার বাঁচা যেত আরও নিশ্চয়!


আমি চাই, মূল্যবোধের ঘেরাটোপের নির্দেশনামাই পালটে যাক,
৬০ এর হাড়ে নামুক ১৬ এর চুমু বা তারও চেয়ে বেশি কিছু আসক্তি
রাজার রক্তের মত বোধ নামুক এই এক জীবন ময় অস্তিত্বে
বস্তাপচা সংসারের আমার বেঁচে থাকায় ... আমিই রাজা...