এক দিবস যেতে পারে অনায়াসে
তোমার দীর্ঘ শ্বাস ঝেরে ফেলা কোমল
ত্বকে কি প্রসাধন মেখে ফিরে দেখি
কেমন করে  ভালবাসার রং ফিকে
আলাপ আমার আঙুল নিয়ে নড়ে চড়ে



যেন সর্বত্র খবরদারী চাই, বুক মুখ উরু
সুচারু নারীত্ব বা নখদর্পণ ক্ষমতা
যেন এক বিষন্ন আত্মমর্যাদার লড়াই
শরীরের সর্বত্র লাল দাগ নখের  লেগে থাকা !

এই বুঝি প্রেমের দাম্পত্ব্য এই বুঝি
খোকা খুকি ভরসার দাস্তানা

জবর দখল করে দেখেছি হিসেব মিলেছে এতদিন

আজ ও তাই ভরসা নখের আঁচরে লেগে আছে .. প্রেম.