আমিও নিসাদের মত লেপ্টে যেতে পারি
অগনিত মানবিক বোধের বিছানা যাপ্টে
ধরে, কি উল্লাস অহংবোধে বা আরো কিছু
সংক্ষিপ্ত প্রেমে গুনে গুনে দেখে নিতে পারি
কত রাস্তা ধরে হেঁটে গেলে আমিও রাত্রি হতে পারি.


সে রাত্রি, যে রাত্রের অন্ধকারের ফিসফিস হাততালি
জড় হওয়া অসং্খ্য হৃদয়ের ক্রমাগত গোধুলি আলাপ
বিষণ্ণ বিদায়ের ডায়রির ধুলো আর এক পংক্তি আসক্তি ..
দু:খ গুলো যেন ভর করে, কি নিয়ম তার, পরকিয়া নাকি
আরও কিছু অভ্যন্তরিণ দোষ অতি স্বাভাবিক মানবিক
তবু যেন বিচারের চারদেওয়াল মুল্ল্যায়ন আমার বিছানার এক এন্টি ক্লাইমেক্স.


সুন্দর যা কিছু আছে তার অনবদ্য আবদার
তার রাত্রি চাই, রাত্রি ..  পরকিয়া বা আরো অনবদ্য.