আমি এক অসম্পূর্ণ বিধাতা চাই, তার প্রেম চাই, চাই যৌনতা
চাই এমন কিছু আহবান ভাষাহীন, বাক্যহীন উল্লাসী ।


ভাষার থেকে সে আরও স্বচ্ছ ভাষা নিয়ে দাঁড়ায়
সে সমস্ত অঙ্গীকারগুলো বোবা বিশুদ্ধতার দোহাই দিয়ে
এক আগন্তুক বেহেস্ত, এক অতিশুদ্ধি স্বর্গের দিকে
হাত বাড়ায়, বিধাতা বড্ড সঠিক বলেই, প্রেমের
পরিণত সংজ্ঞায় সে এক মস্ত নত হবার বলিদান
সমস্ত আল্লাহই কেমন -সম্পূর্ণতার পারদে ফুটছে
এ বিধাতা আমি চাই না।
আমি এক অসম্পূর্ণ বিধাতা চাই, যার নির্ণয়ের রোমশে রোমশে
ব্যবহৃত মানবিক প্রত্যয়ের ধারাবাহিক অসামঞ্জস্য।


আমি একটা পরিপূর্ণ অসম্পূর্ণ মানুষ চাই,
যার শার্টের কলারে কালো লিপস্টিক ঢেকে গেছে
অ-বিবর্ণ প্রেমের ফাঁসিতে, এই ভেবে সে সারাজীবন
উজাড় করে দিল, নিলয়ের রোশনাই, আর ফতোয়ার
বাহুবলে, এক প্রেম দুই প্রেম হাজার প্রেম তার শরীর
ঘেঁটে পচে গেছে, তবু মুখময় সবুজের প্রলাপ
"একদিন পৃথিবীতে রাতের বৃষ্টি ভিজে যাবে বৃষ্টিতে
সোনাঝুরা রোদে তাদের নরম শরীরে আতরে আতর
আর আমাদের এক একটা দিন, প্রান্ত হীন প্রলেপহীন
বেহুশ লখিন্দর মুখের অমৃতের মত ফেনাতে ফেনাতে বিষ


সবাই আজ পরিপূর্ণ সম্পূর্ণ মানুষের দৌড়ে
হাতে তালিম বুকে তালিম, মগজেও তালিমের নমুনায়
আমার ভালোলাগার জানালাগুলো কেমন বন্ধ হয়ে আসছে
মানুষ তুমি আছ ? বিধাতা অসম্পূর্ণ বিধাতা --তুমি !


একদিন অসম্পূর্ণ মানুষের মনন খুঁজে ভালবেসে যাব
চোখের সামনে যে পরিপূর্ণ এক অতি মানুষ দেখে যাই
সে আমার অনাত্মীয়, সে আমার অপরিচিত পুঁথিগত
এক একটা সরলীকৃত উপপাদ্য, প্রামাণ্য কিছু আলেখ্য
সে আমার অনেক দূরের... তাকে আমি কিছুতেই ভালবাসি না ।