যে চোখ দিয়ে তুমি আমায় উঁকি মেরে মাঝে মাঝে দেখতে, সে চোখ থেকে আমি মন ফিরিয়েছি. তোমার কোমল ঘনিষ্ঠ প্রান ভোলানো ঘ্রাণ আমি এড়িয়ে গেছি..এই তো প্রতিশ্রুতি ছিল... ফিরিয়ে দেব তোমাকে তোমার মত করে..যেখানে ফেরার জন্য তুমি এতদিন তিলে তিলে আমায় বোঝাতে কোন শব্দে নয়...নীরবে..এবং গোপনে,  তোমার মুখের ভালোবাসা আর হৃদয়ের ভালোবাসা এক নয়...


আমি প্রান্তিকতার আড়ালে, দেখেছি, আমার বুকেও
মানবিক প্রেম উথলে উঠত, সমাজ সহজীকরণ করে  যে জীবন আমায় দিলেন, সেখানে বরাবর ব্রাত্য থেকেছে আমার হৃদয়, ঝড় জল ঝাপটা সামলে, অজস্র অশনি পেরিয়ে, কথা গুলো বেছে নিয়েছে এক হৃদয়...দুই বা আরাও বেশি... আইন মানেনি..মানেনি সামাজিক রীতি ও নীতি.


সমাজের দংশন আমি এড়ালেও তুমি ক্রমশই সেই ক্রশ লাইনে দাঁড়াতে...সমাজ ও অর্ধনিষিক্ত প্রেম আমার প্রতি... আগলে রাখা আঙ্গুল গুলো হাস ফাঁস করত, এই অবহেলিত আহ্লাদের...প্রদর্শনে
আমার রাত ও দিন এই সকল অমর্যাদায় জেগে যেত...যেন তাদের চরাচরে এটা কি প্রেম না অপ্রেম সে মীমাংসার নিয়ত খোঁজে...


আজ আমি তোমাকে ফেরালাম...রেখে এলাম সেখানে...যেখানে ফেরার জন্য এতদিন আমাকে ফেরাতে....