জীবন যদি গল্প হতো
আটকে দিতাম বইয়ের পাতায়,
ছন্দে ছন্দে মনানন্দে
পড়ে নিতাম কবির ভাষায়।
জীবন চলে পথে পথে
আমার সাথে নিত্য মেলায়,
জীবন আমার সঙ্গী হয়ে
কভু হাসায় কভু কাঁদায়।
জীবন চলে ঘুর্ণিপাকে
ঘুরছে মহা ছন্দ তালে,
জীবন নিয়ে আছি জ্বালায়
পুড়ছি যেন তিলে তিলে।
জীবন যখন চাই তোমাকে
তুমি চাইলে অন্য কেহ
তাইতো তোমার বিরহেতে
নিত্য পুড়ে মনের গেহ।
আশায় আশায় চলছে জীবন
খুঁজছে তাহার আপনজন,
সেই জনেরে পাবার তরে
করছে সদা আয়োজন।
কোথায় হতে আসলো জীবন
আবার যাবে কোথায় চলে?
কেউ কি হলো তাহার স্বজন?
বৃথাই ভাসে আঁখির জলে।
অশ্রু ফেলার মাঝেও বন্ধু
আছে বুঝি খানিক সুখ
জান না তো? আমি জানি
তাই নিয়েছি চরম দুখ।
কখন জানি থামবে জীবন
ভঙ্গ হবে সকল সঙ্গ,
মরে আমি যাবো বেঁচে
পাবো আমার অন্তরঙ্গ।
মনে প্রাণে চাই যাহারে
কবে যাবো তার দুয়ারে
হইতো দেহ থাকবে না আর
জীবন যাবে তার সাকারে।