বসন্তরা কেটে যায়
          মিথ্যে বসন্ত
জীবনের বাঁকে বাঁকে,
ফুটা ফুল ঝড়ে যায়
          সহসা কাননে
সহস্র বেদনা রেখে ৷
কোন বনে যায় মনে
        বসন্তের এ বেলায়
খুঁজি তারে ফিরে -
আজি এই শেষ দিনে
         হে কাকাতুয়া,
তোমায় ভেবে বক্ষ চিড়ে৷
আশায় আশায় রয়ে যায়
               সাথীর খুঁজে
দৈন্য কবি নদী কুলে
যদি আসে ভেসে ভেসে
                 সব ফেলে
কাকাতুয়া মনের ভুলে ৷