একলা বসে ভাবছি তোমায় এই অবেলায়
নিরবতা সঙ্গী হলো কাঁদছে হৃদয় বিষন্নতায়।
তোমায় কেন ভুলতে হলো
দোষ কি শুধু আমার ছিলো?
দুজন যদি সমদোষী, কান্না কেন আমার বেলায়?


সবাই যখন ঘুমিয়ে যায় তুমিও নিশ্চয় ঘুমিয়ে পর,
আমার চোখে ঘুম নেই প্রিয় মন যে করে ধড়পড়।
দেখবে যেদিন ক্ষমার চোখে
ভালোবেসে নিবে বুকে
সকল ফেলে তোমায় আমি পুনঃ দেব সিক্ত অন্তর।


ছিলাম যখন পাশাপাশি ছিল স্মৃতি ছিল হাসি
আজকে তোমায় ভেবে ভেবে যাচ্ছে আমার নয়ন ভাসি
  এসো প্রিয় এসো ফিরে
সকল ব্যথা ফেলে দূরে
তোমায় ফিরে পাওয়ার আশায় কাটে আমার দিবানিশি।


রাতের আকাশ রাতের তাঁরা দিচ্ছে তারা মাশুয়ারা
আর কতো কাল জাগবে তুমি পুড়বে তোমার নয়নতারা।
বল- কি করে যে জানবে ওরা?
আমি-তোমায় ছাড়া পাগলপারা।
তোমায় বিনে শূন্য আমি নিঃস্ব আমি সর্বহারা।


একলা বসে ভাবছি তোমায় নিরবতা দিচ্ছে ব্যথা
অন্তর জুড়ে নেই কিছু আর বাজে শুধু তোমার কথা
দাও গো প্রিয় ক্ষমা করে
আর থেকো না বহু দূরে
মুছিয়ে দাও মনের ব্যথা মনের যতো বিষন্নতা।