.                
আশার আলোয় এলি ওরে পাখি আমার এ কুঁড়ে ঘরে
কোন দেশে ছিলি এতকাল পাখি মোদের ভূবন ছেড়ে৷
  যতোদিন যায় ভাবি নিরালায় জননীর প্রতিচ্ছবি
কোন পরবাসে কাটাইলি কাল; ছেড়ে আদরের দাবি৷
মোর হৃদয়ের যতো স্নেহমায়া যতো ভালোবাসা প্রীতি,
তোর লাগি আজ, জড়ো হলো সব৷ শুনায় স্নেহের গীতি৷
মা-মণি আমার,এতো দেরি কেন;এতো পরে কেন এলি?
এরি ফাঁকে হায় শূন্য এ ধরায় যাইতাম যদি চলি ৷
সারাটি জনম বৃথা যেতো মোর না পেয়ে সন্তান তোরে ৷
আয় সোনাধন বুকের মানিক বুকে রাখি তোরে ধরে ৷
  এই বসুধায় যতদিন যায় এ বন্ধন যেন থাকে,
দুখ যেন কভু আসে নাকো তোর জীবন নদীর বাঁকে ৷৷