যতই চলুক জুলুমবাজি রাখুল জেলে ভরে,
আমি আছি নির্ভেজালে, নাই ঝামেলা ঘারে।
ওরাই তো সব করছে কত জুলুমের বিরুধীতা,
নিজের কামাই খাইয়ে ঘুমাই ওতে নেই মাথা ব্যাথা,
এমন সহজ ভাবনায় আছে অনেক লোকই দেশে,
কিন্তু তারা বুঝে নাই, এর ফল তারই অবশেষে।


কেউ যদি চায় করতে ছিদ্র মাঝ নদীতে নায়,
মরতে হবেই চুপ থাকিয়া, তাকে কিচ্ছু না বলায়,
দ্রব্যমূল্য নিয়ে যদি কেউ না বলি কথা,
বাড়বে তাহার মূল্য দেশে, নেই যে বিচার হেথা।
জনগণের স্বার্থ নিয়ে কেউ ভাবে জেনো,
চুপ থাকাতে লাভ নেই বরং ক্ষতিই যেন।


পাশের বাড়ীর ভাইকে ওরা মারছে করছে খুন,
এর পরে আমার পালা, যতই পারি ঘুম।
একে একে সবার মুখে মারবে তারা তালা,
খুশি হবার নেই তো কারণ, আসবেই তোমার পালা।
জালিম যখন পতন দেখে স্ত্রীকেও করে বন্ধি,
ওলামাদের নিস্তার নেই যতই করো সন্ধি।
উচ্ছিষ্টের ভাগটা নেবার মোহ তোমার এতো?
দ্বীনটা কি চায় সেটা তোমরা হওনি আজো জ্ঞাত।


পাপের ভাগি হচ্ছো তোমরা জেনে বুঝে শুনে,
প্রতি পাপের হিসেব নেবে একটা একটা গুণে,
আল্লাহকে ভয় করো আর পাপকে বল না,
নইলে কিন্তু চুপ থাকিয়াও রক্ষা পাবেনা।