বাঘের সন্ধানে একমি গার্মেন্টস ইউনিট
    মোঃ সাইফুল ইসলাম (SKIL)
    
কটকা থেকে রওনা দিলাম হিরোন পয়েন্ট দেখতে
হঠাৎ করে ট্রলার গেল বালুর মাঝে আটকে,
কিছু লোকে নামলে হয়ত ট্রলার ঠেকবেনা,
কে কে প্রস্তুত নামতে জলে সিইওর ঘোষনা,
এটা শুনে  সিনহা নীটের প্রথম সারির বীর,
QM গফ্ফার একাই নামবে চিন্তা করে স্থীর,
PM আলাউদ্দিন নামলো SKDL এর পক্ষে,
সকল বাঁধা কাটতে হবে সাহস নিয়ে বক্ষে।
তার সাথে নামলো দুই-বীর শরীফ ও নজরুল
তবু কিন্তু কাজ হয়না ট্রলার নড়েনা এক চুল,
এই অবস্থায় সিনহা নীটের হেড অফ প্রডাকশন
নিজেই নামলেন জলের মাঝে ভেবে প্রয়োজন,
সিইও স্যারকে রিপোর্ট করলো QM গফ্ফার ভাই,
পাঁচ ইঞ্চি তলায় খালি চাকায় পানি নাই,
নাবিক বলে ধাক্কা মারেন দোলান গড়াগড়ি,
তবেই পারবো সবাই দিতে  এই বালুচর পাড়ি,
আমরা সবাই ডান বাম করে যখন দিলাম নাড়া,
আল্লাহ তায়ালার রহমতে ভাই ট্রলার পেল ছাড়া,


এবার ট্রলার থামলো গিয়ে হিরোন পয়েন্টে,
সবাই নেমে বের হলো যে টাইগার দেখিতে,
অনেক গুলি হরিণ দেখলাম বানর দেখলাম ঢেড়,
বাঘ গিয়েছে সদ্য পদ চিহ্ন পেলাম টের,
গাইড বললো সামনে যাওয়া আর হবেনা ঠিক,
হয়ত আবার ফিরতে পারে টাইগার টা এইদিক,
তাই তো মোরা ফিরতে যখন শুরু করি আবার,
হঠাৎ একটি শব্দ হলো যেন বাঘের থাবার,
চিৎকার দিয়ে সবাই যখন বললো সামনে ঘোর,
মুস্তাফিজ স্যার সামনে থেকে দিয়েছে ভোঁ দোড়,
কি হয়েছে জানতে চাইলে লিটন স্যারে কয়,
বাঘের উপস্থিতি ছিল তেমন কিছু নয়,
দেখতে পাইনি বাঘ যে মোরা, দেখলাম পায়ের ছাপ,
তাতেই কেউ কেউ ভয়ে বলছে ওরে বাপরে বাপ


টুর এন্ড ট্রেনিং
সাইফুল ইসলাম


তিন দিন ধরে ঘুরেছি কত, ঘুরলাম বালুচর,
শুধু ঘোরাঘুরি নয় শিখেছি কিছু আচার ব্যাবহার,
যদিও অনেকে শিখিনি এখনো নেতাকে অনুস্মরণ,
সিইও স্যারের ট্রেনিং এ দিয়েছিল হাদীসের উদাহরণ,
বসতে বললে দাড়ায় এখনো অনেক লোককে পাই
হাজার বলার পরেও হয়তো শিখতে পারি নাই,
এছাড়া সব দেখছি শিখছি মানছি অনেক বেশি,
খাওয়ার পরে নিয়ম মানবো আগে খাবো খাশি,
ত্যাগের মত সুন্দরটাকে ত্যাগ করেছি আগে,
ভোগের মত বিতর্ক টা সপে নিছি বাগে,


এত ত্যাগের দৃষ্টান্ত দেখেও শিখি না,
কারকতটুক অবদান সেটাও বুঝিনা,
আসা যাওয়ার টিকিট পাওয়া অনেক বড় সোজা
টিকিট কেটে বিতরণের দায়টা  বড় বোঝা,
তবু যারা এমন কাজটি করেছেন রাত জেগে
তারা হয়ত ভোগে নয় কো সুখ পেছেন ত্যাগে,
তাদের প্রতি রইল হাজার শ্রোদ্ধা ও সালাম,
এবার ভাবি এখান থেকে কি শিক্ষা পেলাম,


অনেক কিছু শিখছি মোরা পণ করেছি মনে,
আজকের চেয়েও ভাল কিছু করবো পরের দিনে,
অন্যের জন্য যা বলিবো করবো আগে নিজে,
তারপরে তে ফুর্তি করি প্রয়োজনে ডি.জে,
আরো শিখছি যেসব বলে করবো মোটিভেশন
সবার আগে নিজের মাঝে করবো প্রমোশন,
যা বলিব অন্যের জন্য নিজের জন্য নয়,
এমন হলে পরিবর্তন কেমন করে হয়,
অনেক কষ্টে পাড়ি দিলাম অনেক লম্বা পথ,
হারবোনা মোরা ছাড়বোনা সাথী এটাই হোক শপথ
কেউ ফিরতে চায় বিমান যোগে কেউবা বাসে করে,
আমি বলছি যেটাই করবো হাতে হাতটি ধরে,
দলছুটে কেউ যাওয়ার কথা মাথায় না আনিব,
দলনেতার কথা মোরা সর্বদা মানিব,
নেতৃত্ব দেবেন যথা সজিব লিটন লতিফ,
আমরা শুধু তাদের কথায় করে যাবো তারিফ,
সতর্কতা মেনে চলবো থাকবো দলের সাথে
নইলে কিন্তু ছোট খাটো বিপদ পথে পথে,


কারো কথায় কেউ কখনো নেবনা তো কষ্ট
তাইলে কিন্তু মোদের ভ্রমন পুরাই হবে নষ্ট,
সবাই একটু জোড়েষোড়ে বলে ফেলি ইয়েস
তবেই কিন্তু প্রগ্রাম উইল বি ভেরি নাইস।
।।।।।।
দেখছো নাকি কামডা কেমন করলো লিটন স্যারে
এক কথাতেই বড় কবি বানায় ফেললাম তারে,
টিকিট কিনতে কত কষ্ট করছে লিটন স্যার
ট্রেনে উঠতে সবাই কিন্তু প্রমান পেল তার,
মোদের সুখে নিজের স্বার্থ করছে বিসর্জন
এটাই কিন্তু লিটন স্যারের অনেক বড় অর্জন,
সবাই দেখি লাল সোফাতে বসে আরাম করে,
আমরা কিন্তু রাত ১২টায় ট্রেনের ভেতরে,
এখন আছি আব্দুল্লাহ পুর সবাই জেনে নেন,
কোন ছবি আপলোড দিলে তাহার ক্যাপশন দেন,
কষ্ট পাইছে লিটন স্যারে কবিতায় যায় বোঝা,
দশজনকে সেটিসফাই  করা নয় তো এতো সোজা,
সেই কাজটি করে সদা মোদের লিটন স্যার,
সকল কাজে আমরা সবাই সাহায্য করবো তারে।


লিটন স্যারের পরিশ্রের মূল্য আছে ঢের,
তার কাজটা নিজে করলে পাইতাম মোরা টের,
এত কিছু করেও যদি কেউ, খুশি না হয়,
জানা নাই যে তাদের জন্য আর কি করা যায়,
আমার কথায় যারা যারা কষ্ট পাইবেন মনে,
টিম বিল্ডিং এর  থিওরি কিন্তু যাচ্ছে না তার সনে,
মজা করে বলছি কথা সিরিয়াসলি নয়,
ভুল বুঝে কেউ সিরিয়াসলি ভাববেনা নিশ্চয়।


টুর সুন্দরবন
       মোঃ সাইফুল ইসলাম


একমি গার্মেন্টস যাবে ভাইরে ঘুরতে সুন্দরবন
বাসে নয় কো টেনে যাবে এটাই হইলো পণ,
কে কে যাবে সিইও স্যারে আদেশ করলো জারি,
সেই মতাবেক লিটন স্যারে করলো ভাড়া গাড়ী
১৫ তারিখ সন্ধ্যা ৭ টায় থাকবেন এয়ারপোর্ট
কেউ ব্লেজার কেউ সোয়েটার বা কেউ পরিবেন কোট,
যে যেটাই পরিবেন তাতে নেই তো কোন মানা
কিন্তু সদা থাকতে হবে স্যারদের আদেশ জানা,
নইলে কিন্তু হতেও পারে ছোট্ট কিছু ভুল,
সময় পার হইলে ভেবে হবেনা তো কূল,


নয় কো শুধু ঘুরা ঘুরাঘুরি বেজায় ভুঁড়ি ভোজ
কোথায় কে কি করছি মোরা নেয়া হবে খোঁজ,।
কার তেলের ড্রাম কত বড় এটাও হবে মাপা,
বিদ্যা বুদ্ধি কার কি আছে কার ভেতরটা ফাপা।
ঘুরার সময় ঘুরা ঘুরি কাজের সময় কাজ,
জামান স্যারের প্যারা খাইলে ভাংবে শাটের ভাজ,
সব কিছুতেই রনি স্যার যে কথা বলে কম,
কিন্তু যেটা বলবে সেটাই যৌক্তিক একদম,
লিটন স্যারে যে হতে চায় সে, পারফেকশনিস্ট
নিখুঁত ভাবে করেছে সে পার্টিসিপ্যান্ট লিস্ট,


সবকিছুই তো লিপিবদ্ধ ঝামেলার কিছু নাই
সজিব স্যারে হাসির রাজা থাকবে সাথে ভাই,
কথায় কথায় হাসাবে সে প্রস্তুতি যেন থাকে,
লিটন স্যারও দুচারটা বলবে ফাকে ফাকে,
সবার প্রতি শুভকামনা রইলো সদা প্রাণে,
ভ্রমনটা যে হচ্ছে সফল সিইও স্যারের অবদানে,
পরিশেষে মোরা তার প্রতি করি শ্রদ্ধা নিবেদন
সুন্দর ও মধুময় হোক টুর সুন্দরবন।


ভুল কোনটা বলে থাকলে করেদ দিবেন ক্ষমা,
টিম বিল্ডিং নয় কো রাখা  রাগ ভতরে জমা,
রাগ অহংকার গর্বে পতন দাম্ভিকতায় পরাজয়,
ডা. মুরাদ  হাসান  এমপিকে দেখেন কি পরিনতি হয়।
সময়মত দেখা এয়ারপোর্টে গিয়ে,
আমি কিন্তু পথ চিনিনা যাবেন সঙ্গে নিয়,


আল্লাহ হাফেজ