দু-আনার মানুষ,


চার আনা পেলে মানুষ, মাটিতে রাখেনা পা,
অতিসহজে আয় করে কয়, ইচ্ছামত খা,
ইদুর যখন পায় ক্ষমতা, বিড়াল চিড়ে চ্যাপটা,
দুদিন গেলে ইদুর বেটা হারায় যেন সবটা
অহংকারে পতন ঘটে চির সত্য বাণী
তাই তো মোরা থাকবো সদা হয়ে দিব্য জ্ঞানী
পরের অর্থে জমিদারি করতে পারে বেশ
নিজের অর্থে করতে কিছু ফুরায় সর্বশেষ,
মানুষ রুপে দেখলেও ওরা মানুষ তবে নয়
কৃতকর্মেই যায় গো চেনা আসল পরিচয়,
দুদিন আগে নিত গায়ে খাটি সরিষা তেল
এখন দেখি চুলে লাগায় বিদেশি ব্রান্ড জেল


অনিয়ম
এস এম সাইফুল ইলাম


আমি মানিতে পারিনা অনিয়ম
আর অবিচার সহসা,
আমি সইতে পারিনা জুলুম
তাই রাখি আল্লাহতে ভরসা,
জীবনের মায়া নাহি করি
তাই নেই মৃত্যু ভয়,
জানি বাতিলের প্রভু সইবেনা
কভু আমাদের হলে জয়,
তাই তারা সদা করিতে চাইবে
ক্ষতি অপরিসীম,
পারবেনা তবু জানি নাই তার
ক্ষতি করিবার হীম
আল্লাহ যদি ইচ্ছে করে
সম্মান দেবে ঢেড়,
হীন নীচ ঐ মানুষেরা কভু
পায়না উহা টের।
অহমিকা ভরে দাপিয়ে বেড়ানো
স্বভাব যাহাদের হয়,
ধীরে ধীরে তা সীমা পেরিয়ে
আবার সীমাবদ্ধ হয়ে রয়।