মানুষ মোরা স্বভাব মোদের অতি জঘন‌্য
মুখে শুনায় মধুর বাণী অন্তরে ঘৃন্য।
সাদা পোশাক পড়লে যেমন মনটা সাদা হয়না
মানুষ রুপে শয়তান কিন্তু সত্যি চেনা য়ায়না।
সত্যের বাণী শুনায় সদা বলে মিথ্যা কথা,
তাদের স্বরুপ ধরলে তুলে হৃদয়ে পায় ব্যথা।
আমি আবার তাদের চিত্র তুলতে পারি বেশ
আমার কথা বুঝলে তাদের দম্ভ হবে শেষ।


নিজের পাপের রোষানলে পুড়ছে কত লোক,
তখন ভাবছে নিজে বাঁচি ওদের যা হয় হোক।
এমন আযব মানুষ মোরা বিবেক বেচে খাই,
নিজের উপর আসলে আঘাত বিচার তবু চাই।
এটাই হল মানুষ নামের প্রণীর পরিচয়,
জানোয়ার সে মানুষ রুপে করে অভিনয়।
মিথ্যাটাকে সত্য বলে বাজায় সদা ঢোল
একের সাথে অন্যজনের লাগায় গোন্ডগোল।


বিচারকের ভাব ধরে সে করে অবিচার
ক্ষমতারই জোরে তারা বাড়ায় হাহাকার।
পরিবেশটা নষ্ট করে নষ্ট ওদের মন,
ভিখারীদের ভাগ্যে যায়না লক্ষ টাকার ধন।