শহরের সব মেরে এবার গ্রামের মহল্লায়,
আঘারের পর আঘাত হানছে দুষ্ট করোনায়।
বড়লোকের বংশ ঝেড়ে গরিবও মারতে চাও,
আর মেরোনা দোহাই তোমার এবার বিদায় হও।
চোরেরা তো সুধরালোনা তোমার সাজা পেয়ে,
তবে কি আর লাভ যে তোমার তাদের সাজা দিয়ে?
যা করেছো বেশ করেছো আর মেরোনা ভাই,
সত্যি তোমায় কথা দিলাম ভাল হতে চাই।
যতই মারো আঘাত দিয়ে তাদের লজ্জা নাই,
যারা পরের অর্থ  চুরি করে মরেও করবে তাই।
তাই বলি ভাই করোনারে  মানুষ চিনো না,
যা করার তা ঠিকই করবে রুখতে পারবেনা।
কারণ তারা তোমার চেয়েও বড় শক্তিশালী,
তাদের মারতে দিন মজুরের খেওনা আর গালী।
বহু মানুষ তোমার ভয়ে পাপ যে ছেড়েছে,
কিছু আবার ভয় না পেয়ে বোট ক্লাব খুলেছে।
অনেক মানুষ তোমার ভয়ে আল্লা আল্লাহ করে,
কারো জীবন ভরছে আবার কঠিন পাপাচারে।
সবাইকে তুমি মাফ করে দাও প্রানে মেরোনা,
একটু ভাবার সময় দাও গো ও ভাই করোনা।
শোন সবাই ভাল মন্দ সকল জাতের মানুষ,
সময় আছে হও ভাল ভাই থাকতে একটু হুশ।