দেখো দেখো দেখো তোমরা দেখোরে সবাই,
বাঙালীরা লকডাউনের মানে বুঝে নাই,
প্রজ্ঞাপনে জারি হলো সবই বন্ধ নয়,
সবাই যাবে বাইরে যদি তার প্রয়োজন হয়।
তবে যাওয়ার আগে নিতে হবে মুভমেন্ট পাস,
তা না হলে খেতে হবে আইখ্যাওয়ালা বাঁশ।
সবার জন্য সরকার তাই করলো ওয়েবসাইট
ষোল কোটি মানুষ আবার করেও নিল ভিজিট।
মানুষ মোটে আঠারো কোটি চায় ষোল কোটি পাস,
মানুষ ঘরে বইসা কি আর কাটবে ঘোড়ার ঘাস?
একে একে পাস নিয়া ভাই সবাই কাজে ছুটুন,
তাতেই সফল হবে মোদের কড়া লকডাউন।
দাড়ি টুপি দেখলে কিন্তু পাস হবে না মনু,
দিলিপ ঘোষ তার নাম বলিলেও দেখতে চাইবে নুনু।
কিসের এমন লকডাউনে পরছেরে ভাই জাতী,
ঘরে বসে থাকলে তো আর ভাত জোটেনা খাতি।
মুভমেন্ট পাস নিতে নিতে সকাল গড়ে দুপুর,
রিক্সা নিয়ে বের হলে দেয় বারি ধাপুরধুপুর,
কষ্টে কেনা রিক্সাখানা ভাঙ্গলো পুলিশ ভাই,
কত করে বললাম ভাইরে বাসায় খাবার নাই,
ছোট্ট দুটি বাচ্চা আমার কাঁদছে ক্ষুধার জ্বালায়,
তাই এসেছি কিনতে খাবার রৌদ্রে রিক্সা চালায়।
সেটাও দিল ভেঙ্গে আমার দু:খটা কেউ শুনুন,
পাস নিয়ে সব ঘুরছে বাইরে কিসের লকডাউন?
১৮ শ্রেনীর পাস লাগেনা হইছে প্রজ্ঞাপন,
২শ্রেণীদের নেইকো রেহাই যত থাকুক প্রয়োজন।


এমন হবে জানলে আগে গার্মেন্টসে যাইতাম,
ছোটখাট দেইখা একটা চাকরী করিতাম,
তবু মাস গেলে ভাই একটা কিছু বেতন পাইতাম,
পরিবারকে সাথে নিয়ে আনন্দে খাইতাম।
ও লকডাউন ও লকডাউন তুই অপরাধীরে,
আমার কষ্টে কেনা রিক্সা খানা দে ফিরাইয়া দে,
ওরে লকডাউনের খপ্পরে যে একবার পরেছে,
লকডাউনের অর্থ সে তো ঠিকই বুঝেছে,
ভুলবেনা সে আর কোনদিন লকডাউনটা কি?
গরীব মরবে পুলিশ খাবে গরম ভাতে ঘী।
সরকারী সব কর্মচারীর বেতন থাকবে খাড়া,
না খেয়ে তো মরবে ওরা দিনমজুরী যারা।
ওদের খবর কেউ রাখেনা বের হলে দে বাধা,
মুভমেন্ট পাস চায় যে দেখ ওরা কেমন গাধা।
লেখা পড়া জানেনা সে থাকে দিন মজুরীর মধ্যে,
মুভমেন্ট পাস নিয়ে চলা আসে কি তার সাধ্যে?


একই শ্রমিক কাজ করে ভাই ভিন্ন দুটি খাতে,
কেউবা পাচ্ছে মুক্তি আবার কেউবা জেলখানাতে।
১৮ শ্রেণীর লোকের নাই তো কোন বাধা বিঘ্ন,
বাকি লোকের জীবন ভাইরে সত্যি ছিন্ন ভিন্ন।
সবাই যদি পাস নিয়ে যায় বৈধ ভাবে ঘুরতে,
করোনা তো আইন বোঝে আসবে না কো ধরতে।
আইন মেনে বাইরে গেলে নাই করোনার  ভয়,
আইন মেনে মসজিদে ভাই ২০ এর বেশি নয়।
আইন ভাঙ্গলে ঈমাম যাবে রিমান্ডে আর মুসল্লীরা জেলে,
পারলে ওরা মসজিদ টাকে গুড়িয়ে দেবে বুলডোজারের তলে।
এরই মানে লকডাউন আর মিছে আইন পাস,
কদিন বাদে বলতে কথা লাগবে টকিং পাস।