২৬.০৪.১৯


অবিচার


এসএম সাইফুল ইসলাম


বিচার চাই বিচার চাই,
কিন্তু কোথাও বিচার নাই,
বিচারের নামে অবিচার আজ হচ্ছে ঘরে ঘরে,
কিন্তু মোরা চেয়েছি বিচার সারাটি জীবন ভরে,
এমন রাজ্য কোথাও খুঁজে পাবেনা ক তুমি,
বিচারকের হাতে নেই বিচার সে যে, আমার জন্মভুমি।
পরতে পরতে সাজানো আছে দুর্নিতী ভুড়ি ভুড়ি,
রাজারা আজ পেট পুরে খায়, করে কাঙ্গালের ধন চুরি।
পালোয়ান মারে অক্ষমটারে দেখার নাই ত কেউ,
মানুষ করেনা প্রতিবাদ, যেথায় কুকুরও করে ঘেউ ঘেউ।
পশুও বুঝে কোনটা বিচার-কোনটা অবিচার,
হাজার মানুষ অবিচারে নি:শ্ব, আজ করছে হাহাকার।
বিচার বদলে অবিচার, আর সাধু হয়েছে চোর,
হাহাকার করে দিন ফুড়ালেও রাত্রি হয়না ভোর।
জুলুমের আজ সীমা পেড়িয়ে অসীম আকাশ ছুঁই,
ভাল কিছু সব আমি করেছি, মন্দ সবই তুই।
ক্ষমতার বলে জুলুম অত্যাচার রবে কি চিরকাল?
তাই বলি আজ সাবধান হও, হইওনা বেসামাল।