জীবন পেয়েছি, পেয়েছি সবই নাই শুধু মোর মরণ
সারাক্ষণই মনে প্রাণে করছি তাকেই স্মরণ।
একটি ভুলের মাসুল কি আর হাজার বছর চলে?
তারও আগে  হত ভাল, জীবনাবসান হলে।
প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড যেন প্রহর নরকি ,
চরম আপন কাউকে না পাওয়ায় শুধুই একাকি।


এ অভাব যে পুরবার নয়, এহজীবনে আর,
তাই তো আমার প্রতিটি প্রহর শুধুই হাহাকার।
এতদিন যাকে পাওয়ার বাসনায় বাঁচতে স্বাধ হত,
কয়টি বছর সে যে, আমার জীবনেই হল গত।
তাই বড় মোর বুকের পাঁজড়, শ্বাস নিতে যায় ভেঙ্গে,
তবুও এ যাতনা কাউকে বলিনা, কেউ নাই মোর সঙ্গে।


ভাবতে বসে হিসেব কষলে, বুক ভিজে যায় জলে,
যে ভুলে আজ চলছি কেঁদে, সুখ কি নাই এহকালে?
কিসের অভাবে বুক ফেটে যায়, আজও অজানা,
কোথায় পাব অভাব যা, তার আসল ঠিকিনা?