বেহাল দশা
এস এম সাইফুল ইসলাম
দেশটা মোদের নয় তো এখন পাক হানাদের হাতে,
চলছে তবু তাদের মতই কি এসে যায় তাতে?
মানুষ গুলো পাখির দামে হচ্ছে কেনা বেঁচা,
সেই কথার মতই চলছে চাচা আপন প্রাণটা বাঁচা।
জিজ্ঞাসিলে উত্তর পাব কেউ ভাল নেই আজ,
পেটের দায়ে করছে যা-তা নেই কো ভাল কাজ।
চাকরি পেতে চলছে এখন শুধুই টাকার খেলা,
কেউ বা অনেক শিক্ষা নিয়ে খুঁজছে সারাবেলা।
মিলছে না কো সোনার হরীণ সোনার মূল্য ছাড়া,
পাচ্ছে কেহ সেই হরীণের মূল্য দিচ্ছে যারা।


এসব কথা বলার সত্যি পাইনা খুঁজে ভাষা,
দেখনা চেয়ে এই সমাজের কি যে বেহাল দশা।
আবার আসবে সেদিন কবে সবাই থকবে সুখে,
থাকবে মহা আনন্দে আর মিষ্টি কথা মুখে।
আজও খুঁজি সেই মানুষটা দেশের মহা প্রাণ,
আসবে সত্যি পাচ্ছি সদা দুর থেকে তার ঘ্রাণ।
শাসন মুক্ত হোক না এদেশ এটাই আমার আশা,
নইলে মোদের কপাল খারাপ বড়ই বেহাল দশা।