ছায়ার সাথে বললে কথা জবাব নাহি দেয়,
বুকে যদি লাগে ব্যথা, ছায়ার কিছু নাহি হয়,
ঝগড়া করতে ইচ্ছে হলেও বলেনা কো কথা
ছায়ার কি আর প্রাণ আছে যে পাবে একটু ব্যথা,
প্রাণহীন ঐ ছায়ার সাথে প্রেম যদি হয় কারো,
বেঁচে কি আর লাভ হবে তার জলে ডুবে মরো,
ছায়া তো আর বুঝবেনা কো মানব মনের কথা
তবু যেন ছায়া থাকে মানব দেহে গাঁথা,
নড়লে দেহ ছায়াও নড়ে শুধুই প্রতিচ্ছবি,
ছায়ার আছে চলন বলন প্রাণ ছাড়া আর সবই
ছায়া শুধু নড়তে পারে দেহের সাথে অতি
প্রাণ নাই সে কাঁদেনা আর নাই কো অনুভূতি।
তাই ছায়ার মত চলুক ছায়া, না বাড়ুক অতি মায়া
দেহের সাথে মিলেই থাকে, পর তবুও ছেড়ে যায়না ছায়া,
খুবই কাছে থাকে ছায়া আপন হয়না তবু,
ছায়ার সাথে দৌড়ে কেহ নাগাল পায়না কভু,