কখনো কখনো সময় যেন হয়ে যায় বেইমান,
প্রজার আসেন রাজা চলে যায় সময়ের ব্যবধান।
কেউ বা মোড়ল কেউ বা ধরে আসল পীরের ভান
দোয়া বেচিয়া রুজি করে যারা তারাও চায় পরিত্রান


যার কাছে ছিল দোয়ার পাহাড় সেই কিনা আজ প্রার্থী,
দুনিয়ার টানে পীর মাশায়েখ মুরিদের কাছে শরণার্থী,
তাই তো সদা বলতে কথা করতে হবে হুশ,
বাতিলের সাথে খুঁজোনা তোমরা ঈমানদারের দোষ।


নারীদেরকে পথে পথে যাওয়া হারামই যদি হয়
তোমার দলের নারীরা কেন দ্বারে দ্বারে ভোট চায়?
খারাপ যেটা অন্যের তরে নিজের বেলায় সুখ,
মানুষ হলেও পীর সাহেবদের দুইটা যেন মুখ।


মুরিদ বাড়ি গিয়ে গিয়ে আজি চাইতাছো যে দুয়া,
মুরিদেদরকে যা দিয়েছো সব ছিলো কি ভুয়া?
পীর সাহেবরা পেয়েছো কত হাদীয়া অনুদান,
মুরিদের কাছে অবনত মাথা সময়ের ব্যবধান।