দেশের বিবেক বিদেশ আজি ঘর ছেড়ে বনবাসি,
তাই তো সদা কাঁদছে মানুষ একটুও নাই হাসি।
ঘরগুলো আজ নয় কো বাড়ি হয়েছে কারাগার,
ভিন্নমতে দমন পিড়ন মানুষ সইবে কত আর,
তাই ছিনিয়ে আনতে হবে মানুষের অধিকার।
যুব অধিকার পরিষদ তো ডাকছে বারংবার।


অধিকারের কথা বললে শোনায় সাত কাহিনী,
উনিশ বিশেই পেটায় ওরা পেটোয়া বাহিনী।
কাউকে আবার এক্কেবারে করে নিরুদ্দেশ,
মাঝে মাঝে এসব নাটক সাজায় ওরা বেশ।


ভিন্ন মতের কথা তাদের ভাল লাগেনা,
যেই বলুক ঐ ভিন্ন কথা তাকেই রাখেনা।
হক কথাটাই বলেছিল সুমন ব্যারিস্টার,
একটি দিনও রাখলনা আর করল বহিস্কার ।
নিজের দলের লোকই যদি এমন সাজা পায়,
হিসেব করে দেখো এবার বাইরে কেমন হয়।
ভিপি নুরকে হত্যা করতে কত চেষ্টা করে,
আল্লাহ যদি রক্ষা করে কেউ কি তা পারে?


নিজের ভাল চায়না এমন মানুষ কি আজ আছে?
নিজের জীবন বিলিয়ে দিয়ে দাড়ায় মানুষের পাশে।
সব মানুষের বিপদ দেখে ছুটে আসে পাশে,
বিনিময়ে আঘাতে আঘাতে নিজে রক্তে ভাসে।
এমন নেতা ছিল মোদের বঙ্গবন্ধু ভাই,
এই সমাজে আজো দেখি তার তুলনা নাই।
সব মানুষের কষ্টে কাঁদে ছোট্ট নুরুল হক,
কিছু দলের নেতারা তো অধিকাংশই ঠক।
অন্যায় আর অবিচার যে হচ্ছে ঘরে ঘরে,
সৈরাশাসক থাকলে দেশে এমন হতেই পারে।


আয় ছুটে আয়, আয় রে তোরা করতে প্রতিবাদ,
ন্যায্য দাবি আদায় করি ধরে নুরুর হাত।
সবাই যদি সাপোর্ট করি পাবো যুব অধিকার,
এদেশ পানে থাকবেনা আর নিত্য দিনের হাহাকার।
কুচক্রী মহল কিন্তু অধিক শক্তিশালী,
তাদের ধ্বংস আনবে ডেকে একটু চুরা বালি।
সবাই মোরা এগিয়ে আসি দেশ বাঁচাবার টানে,
সকল অন্যায় ধুয়ে দিবো জনস্রোত আর বানে।