সত্য কথা যথাতথা
বললে কি আর হয়?
গাত্রদাহ করলে কর্তার
মরিবে নিশ্চয়।
এমন যুগের মানুষ আমরা
বিরল প্রজাতির প্রাণী,
এ.বি.সি.ডি শিখেই কেউ বা
হয়ে যায় বিজ্ঞানী


কেউবা সরকার কেউ বিরুধী
এটাই যে রাজনীতি,
তাদের চাপে পিষ্ট হয়ে
চিড়ে চ্যাপটা জাতি
এই জাতিরে উদ্ধার করতে
লাগবে যুবসমাজ,
নইলে এদের নাইকো মুক্তি
একা একা যতই ধরো
মুক্তি কামির সাজ,


অজু নামাজ যেই দেশেতে
রাষ্ট্রীয় অন্যায়,
বৃষ্টি বিনা জাতি ভাসে
আখি জলের বন্যায়,
তবুও তাদের ভাগ্যের
কোন পরিবর্তন নাই,
মুসলিম হয়েও আলিয়া কয়
ওরা চরমুনাই,


চরমুনাই কয় জামাতিরা
নয় ইসলামী দল,
এভাবেই তো মুসলিম
সমাজ এতটা দুর্বল,
অল্প কিছু ইহুদীরা
তবুও শক্তিশালী
কারণ একজনের প্রসংশায় দেয়
লক্ষজনে তালি,
এক মুসলমান আরেকজনরে
দেয়না যে হাত তালি,
মঞ্চে উঠেই একজনে দেয়
আরেকজনরে গালি,


হিংসুটে এই জাতির ধর্মে
হিংসার স্থান নাই,
তবুও তারা হিংসা করে
নিজের মান হারায়।
কওমী শিয়া সুন্নি পীর আর সকল আলীয়া
আবুজাহেলের জুলুম রুখো সবাই মিলিয়া।
একে একে সবাই কিন্তু খাচ্ছো জেলের ভাত
এক না হলে এই দুনিয়ায় মিলবে না নাযাত।


মুসলিম নয়কো প্রতিপক্ষ
প্রতিপক্ষ ইহুদী,
মুক্তি তোমার মিলবে না কো
এটা না মানো যদি।