সব বুদ্ধিমান ভাবে সদা তার মত নাই জ্ঞানী,
কিন্তু তাদের সহস্রাধিক দুর্বলতা, আমরা সবাই জানি,
নিজেকে সে  ভাবে সদা ইন্টেলএকচুয়াল,
জানেনা সে নিজে একটা আঁতেলএকচুয়াল।
ধর্ম কিংবা কর্মে মোরা যেথাই রাখি চোখ,
খুব সহজেই পাব মোরা এমন কিছু লোক।
এত চালাক নয় কো ওরা যতটা তারা কয়,
যতই করুক বাহাদুরী একদিন হবেই পরাজয়।
সমাজ বল রাষ্ট্র বল সবই কিন্তু এক,
তাই তো বলি নিজকে একটু সবার মত দেখ।
রাজা বল আমলা বল কেউ কারো কম নয়,
বুদ্ধিজিবীর নাম করে যে মুর্খরা গীত গায়।
কাগজের ঐ বুদ্ধিজিবী টকশো টেলিভিশন,
নীতি কথায় বাজার গরম দলের প্রমোশন।
দলের নামটি ব্যবহারে ফায়দা নেয় অসীম,
বুদ্ধিজিবীরাই দেশ ও জাতির ক্ষতি, করে অপরিসীম।
কারণ তাদের ভাবনা একটাই তার চেয়ে জ্ঞানী নাই,
যাই করে তার দেয়না জবাব শাহেদ করিম ভাই।
পাপিয়ারাও বুদ্ধিজিবীর চরম উত্তরসরি,
তাই তো করে সমাজে আজ এত বাড়াবাড়ি।