বৈষম্যের দুনিয়া
            সাইফুল ইসলাম এনালিস্ট
জঙ্গি নিয়া ভঙ্গি করে সময় করো পার,
কিশোর জ্ঞাঙ্গে সমাজটারে করতেছে চুর্মার।
সেই দিকে আজ নেই তো খেয়াল
জনতার পিঠ পেয়েছে দেয়াল,
কত যাতনা, বেদনা, সাধনা, করি বর্ননা,
জানা হলোনা, কে খেলনা,
কে পেলনা, বাঁচবার তরে
মুখে দুমুঠো ভাত,
কেউ পায় কত মদ,যত, তত, নত নাহি হয়
নেশায় রত, অত, চাপ নাই,
কারো হৃদ, ক্ষত শত শত
আর অশ্রু স্রোত নির্গত সারারাত।
আবার কারো শানে মানে যতনে ক্ষনে ক্ষনে  
স্বজনে বাঁধনে, সুধনে, জনে জনে কেমনে,
ভাবনে আপনে বুকেতে রাখে ধরি।
কিন্তু সভ্য সমাজে গপ্প,
করিয়া সাব্য, বানিয়া নব্য,
লিখিয়া কাব্য, না করে শ্রাব্য,
আনিয়া সাক্ষ্য, বাঁধিয়া বক্ষ,
দুপায়ে দিচ্ছে বেড়ি।