বিপুল বেদনা মূল্য দিচ্ছি বক্ষচিরে
জীবনের সার্থকতা লোভীতে অন্তরে।
আত্মার আত্মীয়-মোর আনি আছে ঘরে
সংসারের সিংহদ্বার খুলি দৃপ্তশির,
পূর্ণ করি অভিষেক প্রেম অশ্রুনীরে
মুকুট পরায়ে দিছি রাজ দণ্ড করে
প্রাণ পিঠে বসিয়েছি চিত্ত অধীশ্বরে
তুচ্ছ করি সবাকার উচ্চ অখ্যাতিরে।
ফিরায়ে লইয়েছে মুখ স্বজন সমাজ
একেরে লভিতে সবে হারায়েছি আজ।


ধ্যানোলোকে তপোভঙ্গ এলো মহাক্ষন
সৃজন প্রলয় লগ্নে কাঁপেছে অন্তর ।
বিচ্ছেদের বজ্রে বাজে রতির ক্রন্দন
মিলন আনন্দে উমা হাসিতে সুন্দর।