অকারনে আজ মনটা উদাস
লাগছে না ভালো কিছু
কঠিন কোথায় ভেঙ্গে দিছি বুক জার
বলেছি কখনো এসো না সম্মুখে আর
বলতে পারিস শিলা
একই বিধাতার লীলা
অবাধ্য মন হাহাকার করে কেন ছোটে তারি পিছু।


শনশীলা মনে ছিল যে আমার দৃঢ় প্রত্যয় এই
যতই কেননা বকি অভিমান ভরে
মিটে যাবে সবি আবার একটু পরে
তখন রাগের ঝোঁকে
এসো না বলছি ওকে
ভেবেছি আবার বিকাল বেলায় নিয়মিত আসবেই।


দোষ তার নয়
আমারই তো দোষ তাই ভাবি নির্জনে
এ তেজ দর্প এই অভিমান ভার
কিসের গর্বে করি এই অহংকার
কার প্রেমে হয়ে ধনী
সবগ নগণ্য গনি?
যার গরবেতে গরবিনী আমি ব্যথা দেয়া তারি মনে।


পাষাণের চেয়ে কঠিন আমার এই নির্মম প্রাণ
তা না হলে তাকে বলতে কি করে পারি তোমার মমতা আমার অশুভকারী
চাইনেও ভালোবাসা
করো না আমার আশা
তোমার মত অযোগ্য কেউ করেনি মাল্যদান।


ছল ছল চোখ ম্লান মুখখানি নিবিড় ব্যথায় নীল
একটি কথারও দেয় নি জবাব কিছু
নীরবে ছিল বসে মাথা করে নিচু
সারাদিন কেন জানি তারই সেই ছবিখানি
ভাসছে আমার চোখের সম্মুখে নড়ছে না একতিল।


অবুঝ সে বড় বোঝেনা কিছুই সরল শিশুর চেয়ে
শিবের মতন আপনা ভুলে সে থাকে
আমি ছাড়া কেউ পারেনি চিনতে তাকে
না থাক অর্থ ধন
এত সুন্দর মন
নেইকো জগতে। ধন্য হয়েছি আমি ওর মন পেয়ে।


রাগ হয়েছিল অন্যের পরে আঘাত করেছি তাকে
সে আঘাত ব্যথা চার গুন হয়ে কি রে
নিজেরই এ বুকে এসেচে এখন ফিরে
সে যদি না আসে আর
কি হবে তবে আমার
তুই গিয়ে তাকে বলিস বুঝিয়ে যদি ব্যথা পেয়ে থাকে।