রুদ্ধ ব্যথার রক্ত রাগে রঙিন হয়ে উঠলে গো
কণ্টকাকুল কুঞ্জ কানন কোেলে
সব্জে সারির ঘুমটা তুলে আলোর ছোঁয়ায় ফুটলে গো
দক্ষিণ হাওয়ার মন্দ মৃদুল দোলে।
রক্ত গোলাপ, রক্ত গোলাপ তোমার রাঙা বুকের খুন
কোন তরুণীর তপ্ত হিয়ার ব্যর্থ অনুরাগ করুণ।
অন্ধ কারার বন্দী কলির  সুপ্তি অসাড় ভাঙলো কে
সোনার কাঠির মন্ত্র স্বপন চেয়ে
সরমরাগের আলতা গোলায় গাল দুটি তার রাঙলো যে
আকাশ আলোর প্রথম পরশ পেয়ে।
বঁধুর ছোঁয়ায় সকল বাধা আপনা হতেই টুটল গো
ভোরাই হাওয়ায় ভোলায় সুবাস দিগদিগন্তে ছুটল গো
রঙের নেশায় মত্ত মধুপ কাঁটার বনে ঝাঁপায় ঐ
করুণ সুরে দিক ভরে বুলবুল
রূপ পিপাসুর আঁখির পরশ বুক কি তোমার কাঁপায় সই।
ফোটার পথে হঠাৎ ঘটায় ভুল!
হায় রূপসী-সুসজ্জিতা কোন বেদনার লজ্জাতে
ব্যর্থতারই গোপন দুখে কাটাও কাঁটার শয্যাতে।
রক্ত গোলাপ-রক্ত গোলাপ গন্ধকোষের রন্ধ্র তোর
ব্যর্থ প্রেমের গোপন ব্যথার পুর
রেশমি কোমল পাপড়ি দলে দুলছে শিশির অশ্রুলোর
গন্ধে জাগে দূর বিরহের সুর।
কোন অনাদি অতীত হতে প্রেমিক হিয়ার ব্যথার চিন
প্রতীক লেখায় রাখতে লিখি আপনি হলে রাগ রঙিন।