তারে মোর এ জগতে ছিল যা দেবার
হে দেবতা! সকল তো রয়ে গেছে বাকি
আজিকে বাসনা লয়ে চরণ সেবার
তার পূজা অর্ঘ্য কহ কোনখানে রাখি?


তার প্রাপ্য যাহা দেওয়া হয় নাই তারে
দ্বিগুণ হয়েছে তাহা আজি গুরু ভার
দুর্বল পরাণ মোর বহিতে যে নারে
নিষ্কাম পবিত্র অশ্রু ধৌত প্রেম আর।


লঘু গুরু যত কিছু অপরাধ ত্রুটি
জ্ঞানহীনা করিয়াছি তার দুটি পায়
ক্ষুব্ধ প্রাণ আজি  তাই ধরাতলে লুটি
শূন্যে চাহি অশ্রু জলে করে হায় হায়।


তার পূজা কোথা রাখি  ও চরণ বিনা
তব কাছে তার ক্ষমা লব দ্বিধাহীনা।