অবুজ পৃথিবী
বোঝেনা আমার ব্যথা
বলে গেছি কত কথা
তবুও সে যেন ছবি
হারিয়ে গেছে পুরনো স্মৃতি
রয়ে গেছি আমি একা
কত ভালোবাসা
নিরবে কেঁদেছে
বলেনি শুধু কথা
রাধার দুঃখ শ্যাম কি জানে
শ্যামের দুঃখ রাধা কি মানে
বলে সে ভালো আছে
নিরবে খুঁজে সে কাছে
হারিয়ে গেছে পুরোনো বন্ধু
কত শত অভিমানে
বলে গেছে সে দূর থেকে
ভালোবাসি আমি তোকে
নিরব অভিমানে
সম্রাটের গগনে
আজও সে ভালোবাসে
তোমার মনে মনে
ফুল বাগানে
নিরবে কোনো অভিমানে
দূর থেকে শুধু
নয়ন মনে!