পদ্মফুল শোভা বাড়ায়
প্রতিমার গলে,
দেবী মাতা খুশি হোক
কাগজের ফুলে।

কেউ তার রোজা ভাঙ্গে
দামি খাবারে,
প্রতিবেশি কাবু তার
দারুণ অনাহারে।

নতুন পোশাক গায়ে
মাতি উৎসবে,
ঈশ্বর নাঙ্গা থাকে
পথশিশু রূপে।

পদ্মকে পায়ে দলি
ঘাসফুলে ভুলে,
সত্যেরা পথ হারায়
মিথ্যার কোলাহলে।

সুন্দরেরে কোলে তুলে
নষ্টেরা হাসে,
পৃথিবী কষ্ট লুকায়
বারিষ ধারাতে।

কবিতারা থাকে আজ
পাপীদের কাছে,
শব্দহীন অশ্রু ঝরে
কবিদের চোখে।