বয়সটা আমার উল্টো ভাবে শুরু হয়েছিলো!
যখন আমি জন্মেছিলাম তখন আমার বয়স ছিলো ৯০!
শৈশবেই বার্ধক্য শুরু হয়েছে!
কৈশোরে জমেছে ভরা যৌবন!


এখন আমি সবুজ পাখি
উড়ছি গাছে গাছে!
বয়স ২৬


বয়সটা আমার উল্টো ভাবেই শুরু হয়েছিলো!
জীবন যমুনা পার হতে হয়েছে
সেই শৈশবে!
কত ঝড়, কত বন্যা, ভাসতে ভাসতে ডোবা!
ডুবতে ডুবতে ভাসা
বয়সটা এমনিতেই বেড়ে গেছে!


মানুষ যা দেখে, বোঝে-শোনে, ভাবে, ২৬শে এসে
তা আমার উল্টো সময় দশেই দেখিয়েছিলো।


জীবনটাকে খুব রহস্যময় ভাবতাম!
ভাবনার কত রজনী ছিদ্র হয়ে গেছে নিদ্রা হীনতায়!
জীবন ও জগৎটাকে খুব অদ্ভুত মনে হতো!


চারপাশের চোঁখগুলো আমাকে ঠেলে এক কোনে নিয়ে রেখেছিলো।


এখন আমি শৈশব খুঁজি!
ছোট্ট ফুটবল চাই, ব্যাট বল চাই!
হন্যে হয়ে ঘুরে বেড়াতে ইচ্ছে করে সবুজ ঘাসে!


শৈশবের মত প্রেমে পড়তে মন চায়!
মনে চায় বসে বসে কোন দুষ্ট মেয়ের গাল টানি!


আমি হারিয়ে ফেলেছি!...
সময়ের কাক!


২৯-০৯-২২