পৃথিবীর আজ অসুখ!
মরছে উত্তর থেকে দক্ষিণ মেরুতে!
দক্ষিণ থেকে উত্তর মেরুতে!


প্রকৃতির কাছে প্রান যেন আজ বড়ই অসহায়,
যেন প্রতিটি চাবুকের আঘাত সে ফিরিয়ে দিচ্ছে দ্বিগুণ করে!..


তোমার আমার প্রান আজ অনিশ্চিত!
শুধু সচেতনতা আর শপথই পারে কোভিড-১৯ থেকে সুরক্ষা দিতে!...
শপথের শিক্ষাটা আজ খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে!..
আমরা প্রকৃতিকে পুড়িয়েছি জালিয়েছি ইট-বাটার ধোয়ায়!
বিষ ছেড়ে দিয়েছি বাতাসে গলিয়েছি হিমালয়।


কোভিড-১৯ আজ বাংলায় ৭১ হয়ে এসেছে!
সম্মিলিত সচেতনতা ছাড়া এ ভাইরাস আমরা রুখবো কি করে!?
শুধু মুখ নাক চোখ বন্ধ করেই আমরা বাচতে পারবো না!
চাই সম্মিলিত শারিরীক দূরত্ব
সাময়ীকের!...


আবার আমরা ফিরবো
এক সাথে এক পথে এক রথে!...
শুধু একটু বেদনা বুকে নিয়ে ঘরে ফিরিনা আজ!


আজই ফেরবো, এখনী!
বেদনা ভারী হওয়ার আগেই...
নয়ত বেদনা বিরহে ছেয়ে যাবে ঘোটা প্রান্তর!..


নীল আর সবুজে মাখা পৃথিবীর যত্ন করার কেউ থাকবে না!
বাঘ আর বাল্লুকেরা ভাগ করে নিবে ঘোটা পৃথিবী!...


অথচ স্রষ্টাত পৃথিবীকে সাজানোর জন্যই পাঠিয়েছেন!
সাম্য এবং সমতায়!..
দুঃখ এবং দুর্দশা দূর করার পরিক্ষায়!
তুমি আমি কে সাজাতে পারে, সেই সেরা!...


সেরা জীব আজ
সেরা উপায়ই সাজাবে!...
ঘর আসবাবপত্র পরিষ্কার রাখবে,
হাত কব্জি আঙ্গুল ভালো করে ধুবে,
ঘরে থাকবে
৩ ফুট দূরত্ব বজায় রেখে চলবে!...


মাস্ক পড়াটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যদি বাহিরে যেতেই হয়!
অপ্রয়োজনে বাহিরে যাওয়া
একদমই নয়!!


তুমি আমি সময়ের এক মহা সংকটে
সৃষ্টির সেরা জীব হিসেবে শ্রেষ্ঠ প্রমান করার সময় আজই!...
দায়িত্বের দায়িত্বস্থল থেকে
বিবেকের চেতনায় শান দিয়ে!!
সকল অপমতবাদ কুসংস্কার দূর করে,


সত্য এবং শান্তির পৃথিবী গড়বই আজ!


০৫.০৪.২০২০
Covide-19 সময়কালে লেখা