একটি ফাঁকা মাঠ চাই
যেখানে সবকিছু থেকেও কিছু নেই!
ইচ্ছেমত বাধাহীন বিস্তীর্ন পৃথিবী...


ইচ্ছে গুলো যেন জল আর বায়ুর সাথে মিশে চলে!
প্রতিরোধ নেই প্রতিশোধ নেই!!


মগজ যেন অকেজো হয়ে পরে রয়েছে,
ব্যবহারের প্রয়োজন হয়নী!
কোথাও কেউ ভোগেনী হৃদযন্ত্রের গোলযোগে।


শুধু ইচ্ছে গুলো ছুটে চলছে হাজার বছর ধরে
কিংবা ঘুমিয়ে রয়েছে কেউ,
সুখে, চিরো সুখে!


ধনী-দরিদ্র দুটি শব্দ যেন নিখোঁজ।।


০৭-০৪-২০১৭