ইতিহাসের পাতায় শুনি রথের জয়জয়কার অবিরাম
পুজিবাদের পীরপূজা থেকে সমাজতান্ত্রিক বাম।
ইতিহাসের ক্লান্তি আছে ইতিহাসের পাতার যেন ক্লান্তি নেই,
জমতেই থাকে যুগ-যুগান্তরের গ্লানি নিয়ে...


মৌনতার মনসপটে যখন চিক চিক করে ধরা দেয় ইতিহাসের পাতায় ভেসে থাকা বাংলার রক্তে ভেজা বাতাস,
তখন মনের ভেজা রক্ত নিংড়িয়ে নিজেই হয়ে যেতে ইচ্ছে করে একটুকরো পতাকা!
    লাল-সবুজ পতাকার একটুকরো অংশ!!


যে পতাকা মৃত্তিকায় হাঁটুগেড়ে মাথা তুলে দাড়িয়ে থাকে দিক থেকে দিগন্তে
৪৭ থেকে ২১ হয়ে একাত্তরের চেতনায়,
বেদনায় পাখনা মেলে উড়িয়া দেয় সবুজ পায়রা।


কবি মন যখন ভাব প্রকাশের মাধুর্য খোঁজে
বর্নে কিংবা ভাষায়, বঙ্গে কিংবা খাসায়,
     তখন ২১ কথা বলে
        কথা বলে ৫২!
কথা বলে রক্তে ভেজা রাজপথ
রফিক থেকে বরকতের বাতাসে ভাসা আত্মা।


   আমি তপ্ত বুকে নিস্তব্ধ হই
   বাংলার মাঝে মগ্ন রই!
   মত্ত হই উদাসীনতায়
আর মিলিয়ে যাই অজান্তেই বাংলায়!


     বাংলা আমার অহংকার
অ,আ,ক,খ আমার আবেগাচ্ছন্ন অনুভূতি আবরন।
     এই একুশে আমি তরুণ!
     প্রভাত ফেরির ধ্বনি!
     স্বাধীনতার সবুজ রশ্মি!
দাবি আদায়ের যুগ-যুগান্তরের পথিক...


২০-০২-২০১৭