সে ছিলো জীবনী চাহিদায় দীপ্ত
নিজেকে ভালোবাসত খুব
যেনে বুঝে ভুল করেও
গঙ্গা জলে ডুব!


ভালো লাগার মাত্রা ছিলো
আকাশ দীগন্ত জোড়া
বুকের মাঝের সবটাই যেন
তবুও রইত পোড়া!


ভালোবাসত প্রান দিয়ে
যখন যারে মন
যেথায় যখন উজাড় দিতো
সবটা হৃদয় কোন!


বুকটা ভরা হাসি তার
চোখটা ভরা জল
একটু বুকে লাগল তবেই
চক্ষু ছলছল!


ভুবন জোড়া সবটুকু সুখ
তাহার যেন চাই
সুখ না শুধু কষ্ট দুঃখ
সব কিছুরই ছাই!


গায় মেখে সবটা কিছু
স্বাদ নেবার পালা
সুখ থাকুক দুঃখ থাকুক
থাকুক তাতে জ্বালা!


কোমল সতেজ তীক্ষ্ণ অনুভূতির
মানুষ ছিলো সে
পাগলাটে বলতো লোকজন তাকে
অসামাজিক যে!


১০-০৩-১৭