কাঁদতে আমার শরম লাগে
তাই আমি কাঁদি না!
দুঃখ পেলে দুর্বলতা প্রকাশ পায়
তাই বক্ষে বাঁধি না!


মাইনশ্যে দেখলে কি ভাববে!
তাই ফেলিনা চোখের জল
চক্ষের মধ্যেত ময়লা পড়ছে!
তাই করছে ছলছল


কাঁন্দি আমি দরজা আটকে
মাইনশ্যে যেন টের না পায়!
হায় হায় হায় এতবড় বেডা
হ্যারও আবার কাঁন্দোন পায়!


কান্দাকাটি মান ইজ্জতের বিষয়
তাই ছোট্ট বেলায়ও কাঁদতাম না!
দুঃখ টুঃখ চোখের পানি
ওসব বুকে বাঁধতাম না!


মাঝে মধ্যে চ্যাততাম খুব
মাথাটাতা টাকিয়ে
কান্নারা সব ঠেইলা আসতো
দলটল সব পাকিয়ে!


তবুও যেন কাঁদতাম না
রাগে ক্ষোভে ফাটাইতাম সব
তবুও যেন
চক্ষে পানি রাখতাম না!


০৫/০৮/২০২৩