ভিড়ের মাঝেইত একাকীত্ব বেশি!
যেমন শহরের ভিড় কোলাহলে কেউ কারো দিকে ফিরেও তাকায় না!
জমজমাট রাজপথে এক একটা পৃথিবী
যার যার মতো করে ছুঁটে চলছে!...


কেউ কারো দিকে ফিরেও চাহে না!
বিপদেও না আলাপেও না।
তারচেয়ে নির্জনতায় একাকীত্ব কম;
কারো একজনের উপস্থিতিতে অনুভূতি-চোঁখ সজাগ হয়ে তাকায়!


ভিড়েতো ছিঁচকে চোরও ছুরি মেরে পালায়
কোনো পৃথিবীর কিছু আসে যায় না!


আমি এই শহরের কোলাহলে
বড্ড একাকীত্ব ফীল করি।


০৯-২-২৩