একাত্তরে দেশ স্বাধীন হলো বৈষম্যের বিরুদ্ধে
আজ তবে কেন যাচ্ছি ২৪এ কোটার জন্য যুদ্ধে!

মুক্তিযোদ্ধারা শ্রদ্ধাভাজন অনেক সম্মান করি
সন্তানরা কি দেশ স্বাধীন করেছেন! কোটার জন্য কেন মরি!?

মুক্তিযুদ্ধে ভুক্তভোগী এমন সন্তান কি আছে
বয়সত তাদের এখন সবার ৬০এর ঘরের কাছে!

৯০এর দশকেও মুক্তিযোদ্ধা কোটা ছিলো কিছুটা যৌক্তিক
এখন স্বাধীনতার ৫৩ বছর পরে কোটা সম্পূর্ণ অন্যায় এবং অযৌক্তিক!

প্রতিবন্ধীরা বিশেষ চাহিদা সম্পন্ন
তাদের জন্য কিছু কোটা চাই!

বাকি সকল কোটা ব্যবস্থা
চলো ছুড়ে ডাস্টবিনে ফালাই!