সময়ের রৌদ্র আমাকে শুষে নেয়
গতির যাঁতাকল আমার মাংস খায়!


মুখোশের কালো থামা আমাকে বিব্রত করে!
স্বার্থপরতারা আমার বিশ্বাস ভাঙে!


তবুও আমি মুখ ফিরিয়ে নেই না!
নৈতিক-যুক্তি আর বিবেকের পথ থেকে
কেমন যেন রাবারের মত হয়ে গেছি!
মুখ ফিরিয়ে নিতে চাইলেও
মুখটা আবার ঘুরে ফিরে ফিরে আসে!


শুধু মাঝে মধ্যে প্রান বাচাই,
চিৎকার করে অক্সিজেন নেই!


আবার চলি সেই নৈতিক যুক্তি আর বিবেকে!...


নাকি বিভিন্নতার স্বার্থপর মুখোশে চলার যোগ্যতা নেই বলেই আমার আমাকে রাবার মনে হয়!


কারন অযোগ্যরাই অযুহাত খোঁজে!
বোকারাই নৈতিক হতে চায়!


কারন আমার দেখা প্রায় সব বুদ্ধিমান মানুষরাই অনৈতিক!
মুখোশের আড়ালে!


বোকারা মুখোশ পড়তে জানে না!
লেপটে ফেলে!


২৯-১০-২২