এ দেহ-মনে পচন ধরিয়াছে তোর প্রেমে
কালো দেহ পুড়িয়াছে অবিরত অনলে..
শত রূপসীর রূপেও নেভেনী যে অনল,
চক্ষু জুড়ায়নী কোন রূপে!


শুধু বুক ফাঁটা শ্বাসে চাহিয়াছি তোরে
চক্ষু খুলিয়া কিংবা চক্ষু ঘুমের ঘোরে!


তোর ও চোখ দেখেনী মোর জীবন-হিয়ার জ্বালা
দেখিয়াছি শুধু সাত রঙের মেলা!
তোর ও চোখ প্রেম করেনী কবু হৃদয়-হিয়ার তরে
পাল তুলিয়াছে শুধু দেহ-রঙের চরে!


করে নেনা এক জোর!
মনে করে নে,
মোর জীবনের ভালো মন্দ সবই তোর!
রং করে দে মোরে তোর মনের মত করে!
সাজিয়ে দে জীবন মন চায় তোর যেমন!


না হয় রং ছড়া তোর তীরে,
থাক ও সবই ঘিরে!


ছাউনি পাতবিনা কবু কোন মন মালিকের চরে..
যদিও কবু সময় আগলে ধরে।


০৮.০৩.২০১৭