মানুষের মুখোশ পরা অমানুষের দল,
বাবুই পাখির বাসায় টু-লেট।
বিবেকের দরজায় ঝুলছে তালা,
এবার বুঝি দেশ ছাড়বার পালা।


বিবস্র হতে হতে নির্লজ্জতার চরম পর্যায়,
কুকুরের ঘেউ ঘেউ থামাবার নেই উপায়।
হায়নার দল উন্মত্ত লিলায় করছে হুংকার,
দেয়ালের ওপাশে শুনি বুনো হরিণীর চিৎকার।


বীভৎস বিভীষিকাময় কাল রাত্রির অবসান,
বাতাসে ভাসছে নতুনের আহ্বান।
মরণের আগে মরেছি শতবার,
যা থাকে থাক, চাই না আর
বদলা হবে হবেই এবার।



এপ্রিল, ২০১৫
নিজ নিবাস
শরিয়তপুর, বাংলাদেশ।