তুমি এমন কেন বল তো!!  
নিস্প্রান বিদ্ধস্ত আগ্নেগিরীর মত;  

আমার দহন যত, বহিয়াছে ক্ষুদ্র সে তরি;
আমি সার্থক তোমাতেই নিভে মরি।

তুমি নিত্য নতুন, বেশ ছটফট;
কখনো বুঝি না, ঠিক তোমার চিত্রপট!!

             ধরিত্রীর জলধারায় গেছে যুগ দুই ভেসে
             পার যদি ধরা দিও, ধরতে না এসে।

তুমি বসন্ত মাতাল হাওয়া, বিলম্বিত প্রস্থান;
অনন্ত বিচ্ছেদ, বাড়িয়েছো ব্যবধান।

              পরানে তোমার যা কিছু সুর অভিমানী,
              বিলিন করি এক ফালি চাঁদ তার অঞ্জলী।

তুমি উন্মাদ মাতাল একটা  
বুঝেছি, খুব প্রেমিক পোকা!!

             সাত জন্মের বৈষ্ণবি;
             আমি প্রেমের ফেরিওলা
             আড়াল গেছো যে পথ সে গেছে-  
                        আমি তো কেবলই পথভোলা
  
                                      


১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭  
ঢাকা, বাংলাদেশ