কোন এক সকাল হঠাৎ যদি, এসে বলতো-
তোর কবিতার শব্দ ছায়ার স্পর্শ হবো
তবে এক যুগের ঝরে যাওয়া,
সমস্ত লিখনির পুনর্জন্ম হতো।
  
তীব্র কনকনে শীতের বাতাস হঠাৎ যদি এসে বলতো
তোর লোমকূপ শরীরের শিহরণ হবো,  
তবে এ শরীর দিশেহারা খেয়ার মত  
অতল সমুদ্রে অপেক্ষার নোঙর তুলতো।  
  
এক মায়াবতী রাত হঠাৎ যদি এসে বলতো
তোর স্বপ্নহারা শান্ত বুকে আজন্ম বাসা বাধবো
তবে সবটুকু স্বপন রাত কে দিয়ে  
আমি হয়ে যেতাম নীল নক্ষত্র।
  
একবার জন্ম নেওয়া জীবন কতটাই বা পেত  
হয়তো কোন কিছুতেই কিছু হত না।  


০৭-০৮-২০১৭
ঢাকা, বাংলাদেশ