তোমাদের মিছিলে অনুচ্চারিত স্লোগান
সভ্যতাকে স্তরে স্তরে সাজিয়ে আমি লিখতে বসলাম
আর কোন স্লোগান তোমাদের মুখে মুখে উচ্চারিত হবে না
আমি বিকিয়ে গেছি পাওয়ার লোভে।
আমার এখন স্বীকৃতি চাই
আমার যশ চাই
আমার পুরষ্কার চাই
আমার সব চাই।


আর তোমার জন্য লিখা কবিতা?
ওসব তো সেদিনই কোন পিশাচের পায়ের নীচে আত্মহত্যা করেছে
কাকেরা যেদিন আমাকে ধর্মত্যাগী বলে ফাঁসিতে ঝোলালো।
আমার এখন লিখতে দামি কাপে কফি লাগে
নাতিশীতোষ্ণ রুম লাগে।


তোমাদের মিছিলে আমার স্লোগান পৌছাতে লেখা লাগে না আমার
আমার এখন যশ চাই
আমার এখন সব চাই।