তবু খেতে হয়
আমরা খাই,খেয়ে যাই।
যেখানে না খেয়ে আত্মহত্যার হাহাকারে
বাতাস ভারি সে বাতাস বুকে টেনেই
আমরা খাই,খেয়ে যাই।
ঘুমিয়ে রয়েছে যে ক্ষুধার্ত শিশু ভাইয়ের পাশে
কমলাপুরের আইল্যান্ডে
তাকে  ঘুমেতে রেখেই
আমরা খাই,খেয়ে যাই।
তাদের মা বের হয়েছে শূন্য আঁচল নিয়ে
মলিন এ শহরে,অসহায় আশা বুকেতে
তাকে ভুলেই
আমরা খাই,খেয়ে যাই।
কারোয়ান থেকে তোমরা বস্তায় বস্তায় অভিশাপ কেনো
খেয়ে যাও মূর্খের মত,খেয়ে যাবে
গলা দিয়ে নামে যেন প্রতিটি অভিশাপের দানা।