গাঢ়,গভীর ছায়ার মাঝে
তোমাতে মিশে গিয়েছি
অসীম এ প্রান্তরে নিবিড়ও আবেগে
তোমাতে লিপ্ত আমি।
সূর্যের আলোয় আজ আকাশ রক্তাভ আর আমাদের ভালোবাসা,
পরম আশ্লেষে বাতাস বুলিয়ে দেয় আমাদের শরীর
আদুরে কোন পাতা ঢলে ঢলে পড়ে তোমার ঠোঁটের ওপর
প্রগাঢ় প্রশ্বাসে সে সরে যায়
খুঁজে পাই তোমার অধর,প্রেমে পবিত্র এই অটবির ছায়ায়।
ঢলে ঢলে পড়া অজস্র আদুরে পাতার বিছানায়
প্রেম শাশ্বত,জাগ্রত,জীবন্ত
যখন আমরা থাকব না, লীন হয়ে যাওয়া  অনুভূতিরা নাচবে আমাদের মৃতদেহের উপর।
জোছনায় পাতার এ বিছানায় ঝরে পড়বে নিরেট রূপালী আলো,
নীলাভ জোনাকি হয়ে জ্বলবে ঐ রাতের তারারা
পারিজাত পাপড়ি ঢাকা আমাদের কবরে অনুভূতিরা
খেলবে চিরন্তন