জানালার কাঁচে চুপ মেরে থাকা বৃষ্টিবিন্দুর মতো স্তব্ধ অথবা
উদ্বেল সমুদ্রের ফুঁসে ওঠা অস্থির উর্মির মতো চপল
কি এক অদ্ভুত মন আমার
কাঁপে ত্রাসে বা হাসে সোল্লাসে
নাচে ব্যালেরিনার মতো পেলব সূক্ষ্ম আভাষে
আমার পানে ছুঁড়ে দেয় সেই আদিম অনন্ত আশার হাসি
ভালোবাসি বড় ভালোবাসি
মাতাল হয়ে ছুটে চলি জীবনের পথে,
দেখি অদূরে সেই আশার হাসি
ভালোবাসিগো তারে ভালোবাসি