মাঝে মাঝে মনে হয় চেনা পথটা হয়েছে অচেনা
অজানা দুখে অচেতন হয় বেঁচে থাকার যত চেতনা
নিয়ন আলোর এই শহরের বুকে
খুঁজি আশ্রয় কৃএিম সুখে
তোমরাই তো বানিয়েছ আর  ছড়িয়েছ  বিমূর্ত নষ্ট নিয়ম সবই
একবচন এই আমি কি পারি মেনে না নিয়ে,নষ্ট বহুবচনদের দাবী
দেহ আর টাকা নাকি জীবনের নিয়ামক
হতে হলে হবো আমি দলছুট বক
তবু আর কখনোই মানবো না,অভিমানে আর গুটাবো না
কসম খোদার,এক করে দিয়ে আকাশের ঐ বিজলী আর অগ্নিগিরির লাভা
অংশ করে ধ্বংস করব শেষ হতাশার থাবা